খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে কার্যকর হবে। উচ্চকক্ষে পিআর পদ্ধতি ছাড়া অন্য কিছু বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে কোনও বৈষম্য থাকবে না।’ শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজপথে যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করে মামুনুল হক বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে বাহাত্তরের বাকশালী সংবিধানের মাধ্যমে ছিনতাই এবং হাইজ্যাক করা হয়েছিল। ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে কেউ যদি বাইপাস করে আগামীর বাংলাদেশের রাজনীতিকে রচনা করতে চায়, তাহলে রাজপথে যুদ্ধ হবে।’ আগামীর বাংলাদেশ চব্বিশের আদর্শে চলবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ বাহাত্তরের আদর্শে পরিচালিত হতে পারে না। আগামীর বাংলাদেশ বাহাত্তরের সংবিধান চলতে পারে না।...