ম্যাচজুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিল ফ্রান্স। দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেওয়া কিলিয়ান এমবাপে পরে সতীর্থের গোলেও রাখলেন অবদান। ছয় বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামার এক মিনিটের মধ্যে চমৎকার ফিনিশিংয়ে জালের দেখা পেলেন তোভাঁ। আজারবাইজানকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পাওয়ার আরও কাছে পৌঁছে গেল দিদিয়ে দেশমের দল। প্যারিসে শুক্রবার রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। জয়ের আনন্দের মাঝে দেশমের জন্য কিছুটা অস্বস্তির কাঁটা হয়ে এসেছে এমবাপের সম্ভাব্য চোট। শেষ দিকে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন রেয়াল মাদ্রিদ তারকা। তার বদলি নেমেই গোল করেন তোভাঁ। অন্য গোলদাতা আদ্রিওঁ রাবিও। ৭৬ শতাংশের বেশি পজেশন রেখে গোলের জন্য মোট ৩৩টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। আজারবাইজান শট নিতে পারে স্রেফ একটি। তিন...