দীর্ঘ সময় নিয়ে, দীর্ঘ বিতর্কের পর অবশেষে জুলাই সনদ নিয়ে গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে। কিন্তু একমত হলেও, অনেক বিষয়ে একমত হয়নি দলগুলো। যেমন এই গণভোটের প্রক্রিয়া বা গণভোট কবে হবে; জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন, নাকি আগে এসব বিষয়ের ঐকমত্য হয়নি। তার চেয়েও আরেকটি বিষয় গুরুতর। গণভোট আয়োজনের সাংবিধানিক ও আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। আবার কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন কথাও বলা হচ্ছে যদিও রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারে সাধারণভাবে একমত হয়েছে, কিন্তু প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, সামগ্রিক বিবেচনায় এর আদৌ কি কোনো দরকার আছে? এ রকম নানামুখী আলোচনার মধ্যেই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। সেগুলো হলো : ১. একটি আদেশ জারি করতে হবে। ২. ওই আদেশের মাধ্যমে গণভোট আয়োজন...