ইসলাম নারীকে মা, বোন, স্ত্রী, কন্যা হিসেবে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেছে। পুরুষের জীবনে নারী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পবিত্র উপহার। যার উদ্দেশ্য হচ্ছে সুখ-শান্তি ও স্বস্তি লাভ করা। পুরুষের ওপর আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব ও কর্তব্য হচ্ছে নারীকে তার প্রাপ্য অধিকার ও মর্যাদা দান করা এবং নারীর জীবনে সুখ-শান্তি নিশ্চিত করা। কারণ কোনো নারী যদি তার পরিবারে লাঞ্ছিত ও অসম্মানিত হয়, তার জীবনে যদি অশান্তি থাকে তাহলে সে পুরুষের জন্য সুখ-শান্তি ও স্বস্তির মাধ্যম কিছুতেই হতে পারবে না। তাই ইসলাম নারীর হকের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাদের সঙ্গে অত্যন্ত কোমল আচরণের নির্দেশ দিয়েছে। এখানে নারীজীবনের মর্যাদার নানা দিক নিয়ে বিবরণী তুলে ধরা হলো। কন্যা হিসেবে নারীর মর্যাদা : হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দুটি কন্যা সন্তান লালন-পালন ও...