পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, জাতীয় কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে পাহাড়ে সম্প্রীতির মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পাহাড়ে সব জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি এবং এটিকে কোনোভাবেই ফাটল ধরানো যাবে না। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি শহরের রাঙাপানি মিলন বিহারে জাতীয় কঠিন চীবর দানোৎসবের দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে বেন বুনন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, বর্তমানে পাহাড়ের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো এবং এটাই কাম্য। তিনি এই আয়োজনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে বলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পাহাড় ও সমতলের সব বৌদ্ধ সম্প্রদায়কে নিয়ে আয়োজিত প্রথম সম্মিলিত জাতীয় কঠিন চীবর দানোৎসব ২০২৫ পাহাড় ও সমতলের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করবে। অনুষ্ঠানের...