রাজধানী থেকে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়রপ্রার্থী ওবাইদুল হাসান ববিকে (৫৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৯ অক্টোবর) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। এর আগে, বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি বিশেষ দল। ওবাইদুল হাসান ববি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার স্থায়ী বাসিন্দা মৃত ইসহাক আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার মামলায় তিনি এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। জুলাই আন্দোলনের সময় সাধারণ জনতা ও...