পবিত্র কোরআনের প্রথম সুরা হলো ফাতিহা। এর আরবি অর্থ সূচনা। মহান আল্লাহ কোরআনের দরজা এই সুরার মাধ্যমেই খুলে দিয়েছেন। এ সমগ্র মানবজীবনের জন্য এক অনন্য পথনির্দেশ। নামাজের প্রতিটি রাকাতে এটি তেলাওয়াত করা ফরজ করা হয়েছে। ফলে কোনো মুসলমানের জীবনেই ফাতিহা-বিহীন ইবাদত সম্পূর্ণ হয় না। এ সুরা মুমিনের অন্তরের প্রার্থনা, যে প্রার্থনা তাকে আল্লাহর দরবারে বিনীত বান্দায় পরিণত করে। আরোগ্য লাভেরও অন্যতম মাধ্যম এ সুরা। সুরা ফাতিহায় আল্লাহর প্রশংসা, তার একত্ব ঘোষণা, দয়া ও রহমতের বার্তা, কেয়ামতের দিনের মালিকানা এবং সঠিক পথপ্রাপ্তির জন্য দোয়া সমাহিত হয়েছে। মুমিন যখন এ সুরা পাঠ করে, তখন সে আসলে আল্লাহর কাছেই প্রতিশ্রুতি দেয় যে, তার জীবন হবে সঠিক পথে চলার অঙ্গীকারে পরিপূর্ণ। এ সুরায় রয়েছে বান্দা ও রবের মধ্যে সরাসরি কথোপকথন। একদিকে বান্দা কৃতজ্ঞতা প্রকাশ...