বাংলাদেশের ভূমি রেকর্ড ব্যবস্থায় আসছে ঐতিহাসিক পরিবর্তন। এতদিন পর্যন্ত সিএস, এসএ ও আরএস রেকর্ডে ভুল বা ত্রুটি দেখা দিলে দেওয়ানী আদালতে মামলা দায়ের করে তা সংশোধনের সুযোগ ছিল। কিন্তু এবার সরকার সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, ভবিষ্যতে রেকর্ড সংক্রান্ত কোনো ভুলের সংশোধনের জন্য আর আদালতে মামলা করা যাবে না। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো এনালগ পদ্ধতির রেকর্ড ব্যবস্থা এখন থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার পরিবর্তে চালু হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) রেকর্ড, যা হবে শতভাগ নির্ভুল এবং ত্রুটিমুক্ত। এই ডিজিটাল রেকর্ড বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি বেসরকারি সংস্থার সঙ্গে প্রায় ১,৮০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করা হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও ভূমি সচিব এএসএম সালে...