আমাদের বাসযোগ্য পৃথিবী যেমন সৌন্দর্যে ভরা, তেমনি লুকিয়ে আছে অসংখ্য রহস্য ও আতঙ্ক। পৃথিবীর এমন কিছু স্থান রয়েছে, যেগুলো শুধু রহস্যময় নয় বরং ভয়, নিঃসঙ্গতা এবং মৃত্যুর প্রতীক হিসেবে পরিচিত। এসব জায়গায় পা রাখা মানেই দুঃসাহসিক এক অভিযানে নামা। আসুন, জেনে নেওয়া যাক এমনই পাঁচটি ভয়ঙ্কর কিন্তু বিস্ময়কর স্থান সম্পর্কে— যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমিগুলোর একটি। ২০১৯-২০ সালে এখানেই রেকর্ড করা হয়েছিল পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস। চরম গরম, পানিশূন্যতা আর হঠাৎ বালি ঝড়ের কারণে এটি এক মৃত্যুপুরীর মতো। কয়েক ঘণ্টার মধ্যেই পানিশূন্যতায় মানুষ মৃত্যুর মুখে পড়তে পারে।তবুও, প্রকৃতির এই নিষ্ঠুর উপত্যকা পর্যটকদের কাছে নৈসর্গিক সৌন্দর্যের এক বিস্ময়। সোনালী বালির ঢেউ, পাহাড়ের ছায়া আর রাতের তারাভরা আকাশ সব মিলিয়ে এটি ফটোগ্রাফার ও অভিযাত্রীদের কাছে এক...