হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামে নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আব্দুল সহিদ বাচ্চু (৪৬) নামের এক ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) দুপুর অনুমান ১টা ৪৫ মিনিটের দিকে উলুকান্দি জামে মসজিদের সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয় মোঃ বাবুল (৫২) ও মুসল্লি আব্দুল সহিদ বাচ্চুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল সহিদ বাচ্চু ও তার ভাই জসিম উদ্দিনের সঙ্গে তাদের চাচাতো ভাই মোঃ রফিকুল ইসলাম (৪৩), তার ভাগিনা মোশাহিদ (৩৩), দেওয়ান (২৫), মোজাম্মেল (৩০), বিল্লাল (২০) এবং মোঃ বাবুলের মধ্যে সংঘর্ষ বাঁধে।...