দীর্ঘ প্রতীক্ষার পর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে সংঘাত থামানোর চুক্তিতে সম্মতি জানিয়েছে হামাস এবং ইসরায়েল। এই সমঝোতা কার্যকর হওয়ার মাধ্যমে কেবল গোলাগুলি বন্ধ হবে তা-ই নয়, উভয় পক্ষই একে অপরের আটক ব্যক্তিদের মুক্তি দেবে। চুক্তির শর্ত মেনে এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী বিভিন্ন অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে। এমন পরিস্থিতিতে ভিটেমাটিছাড়া হয়ে পড়া হাজার-হাজার ফিলিস্তিনি জনতা নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। অন্যদিকে, গত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারবর্গ অধীর আগ্রহে ইসরায়েলে তাঁদের আপনজনদের ফিরে আসার জন্য অপেক্ষা করছে। টানা দুই বছর ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় গভীর শোকে নিমজ্জিত গাজাবাসী, যুদ্ধবিরতির ঘোষণা আসার পর নিজেদের বাড়িতে ফেরার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। বার্তা সংস্থা এএফপি খান ইউনিস থেকে জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর...