“শেখ হাসিনা সরকার সৌদি আরবের টাকায় প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করলেও, কোনো উপজেলা তো দূরের কথা — সারা দেশে কোথাও একটি মডেল মন্দিরও তৈরি করেননি। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণ করা হবে।” মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুর্গোৎসব উপলক্ষে শুভ অষ্টমীতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়নগর সাহা বাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম। তিনি আরও বলেন, “মুসলমানদের মসজিদে নামাজ পড়তে যেমন পাহারা দিতে হয় না, তেমনি মন্দিরেও কোনো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করবেন।” সাহা বাড়ি পূজামণ্ডপে পৌঁছালে খোন্দকার নাসিরুল ইসলামকে স্বাগত জানান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নেতা...