বিনোদনজগতে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি ‘সোলজার’ নামের সিনেমা নিয়েও চলেছে জোর গুঞ্জন। অবশেষে সে গুঞ্জনের ইতি টেনেছেন সিনেমাসংশ্লিষ্ট সবাই। দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে ‘সোলজার’ নামের সিনেমা বানাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে এ বিষয়ে চুপ ছিলেন অভিনেত্রী থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্ট সবাই। অবশেষে সোলজার সিনেমায় শাকিবের সঙ্গে তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন নির্মাতা সাকিব ফাহাদ। জানা গেছে, শিগগির প্রকাশ করা হবে সোলজার সিনেমায় তিশা ও ঐশীর ফার্স্ট লুক। ৫ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে সোলজার সিনেমার শুটিং। শুটিং সেট থেকে তানজিন তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি জানান নির্মাতা। সাকিব ফাহাদ বলেন, সিনেমার গল্প...