ভোটের মার্কা হিসেবে শাপলা প্রতীক কোনোভাবেই বরাদ্দ দেওয়া হবে না— সেই সিদ্ধান্ত আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে এএমএম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, কোনো দলকে এ প্রতীক দেওয়া না দেওয়া নিয়ে তারা কোনো চাপের মধ্যেও নেই। ইতোমধ্যে এ প্রতীক নিয়ে একটি দলের আবেদন ইসি একদফা নিষ্পত্তি করেছে। এর মধ্যে আবার নতুন করে এ প্রতীকের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, প্রতীক তালিকা সংশোধন করে হলেও যেন তাদের প্রতীকটি দেওয়া হয়। সবশেষ বৃহস্পতিবার বিকালেও ইসিতে গিয়ে নিজেদের দাবির কথা শুনিয়ে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের তিন নেতা। পরের দিন এসে নির্বাচন কমিশনও আবার আগের সিদ্ধান্তের কথাই স্মরণ করিয়ে দিল। শাপলা প্রতীক নিয়ে এনসিপির দফায় দফায় আলোচনায় চাপ অনুভব করছেন কিনা, কিংবা ইসির সিদ্ধান্ত বদলের সম্ভাবনা আছে...