১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম রাজধানীতে এখন গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। বহু এলাকায় ৮ থেকে ১০ দিন বেলায় গ্যাস নেই। ফলে বাসায় রান্না করতে পারছেন না শহরের মধ্যবিত্ত ও নি¤œবৃত্ত পরিবারের লোকজন। বেশির ভাগ সময় বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হচ্ছে তাদের। নিত্যপ্রয়োজনীয় এই কাজের জন্য কেউবা খুঁজে নিয়েছেন বিকল্প ব্যবস্থা। কয়েকটি এলাকার গৃহিণীরা জানান, গত কয়েক মাসে গভীর রাতে গ্যাস আসত। এখনো মাঝেমধ্যে রাত ৩টা থেকে ৪টার দিকে গ্যাস আসে এবং এক ঘণ্টা থাকে। সেই লোভে রাত জেগে থাকলেও গ্যাসের দেখা মিলছে না। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর শনিরআখড়া, মাতুয়াইল, মোহাম্মদপুর, বসিলা, যাত্রাবাড়ী, আদাবর, পশ্চিম আগারগাঁও, শ্যাওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, পশ্চিম ধানমন্ডি, লালবাগ, সোবহানবাগ, ইন্দিরা রোড, তাঁতি বাজার, শাঁখারি বাজার,...