১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে না দেওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগে এক অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার স্টেশন রোডে এ ঘটনা ঘটে। আহত মো. সাঈদ (৬০) গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত।অন্যদিকে অভিযুক্ত অটোরিকশার চালকের নাম মো. মুস্তাকিন (৩৫)। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল মো. সাঈদ দায়িত্ব পালনকালে অটোরিকশার চালকদের মূল সড়কে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে মূল সড়কে প্রবেশের চেষ্টা করেন। এ সময়...