১১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বাংলাদেশের ব্যান্ডশিল্পীদের কাছে নব্বই দশক এক অনন্য স্মৃতিময় অধ্যায়। রক গানের জোয়ারে ভাসা দশকটিতে ফিরে তাকালে দেখা যায়, আমাদের ব্যান্ড মিউজিক কতটা সমৃদ্ধ ছিল। যাদের হাত ধরে এই সোনালী ইতিহাস সৃষ্টি হয়েছিল তার মধ্যে অন্যতম মানাম আহমেদ। জনপ্রিয় ব্যান্ড মাইলসের কী-বোর্ডিস্ট, সুরকার এই অনবদ্য মিউজিশিয়ানের মুখে শোনা যাবে সেই সোনালী দিনের গল্প। আশির দশকে ইংরেজি গান করা মাইলসের নব্বই দশকে বাংলা গানে আসা, প্রথম গান রেকর্ডিং, অ্যালবাম প্রকাশ, কনসার্টের অভিজ্ঞতাসহ ব্যান্ডের উত্থানের কথা তিনি বলবেন মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে। মাইলসের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’র প্রথম হিট গান ‘চাঁদ তারা সূর্য নও তুমি’র সুরকার মানাম আহমেদ বলেন, ‘আমরা কল্পনা করিনি গানটি এমন জনপ্রিয়তা পাবে। আগে ইংরেজি গান করলেও...