১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম ফ্রান্সের পূর্বাঞ্চলের বিসি-সুর-ফ্লে এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। ৬০ বছর বয়সী নারী বারনাডেট ডেলমোট নিজের গাড়ির স্বয়ংক্রিয় জানালায় গলা আটকে মৃত্যু বরণ করেছেন।পুলিশের তথ্যমতে, বারনাডেট গাড়ি পরিষ্কার করছিলেন। এসময় তিনি সম্ভবত হ্যান্ড ব্রেক টানতে ভুলে যান, আর জানালার ভেতর ঝুঁকে সেটি লাগানোর চেষ্টা করতে গিয়ে ভুলবশত জানালা ওঠানোর বোতাম চাপেন। ফলে জানালাটি বন্ধ হয়ে তার গলা আটকে যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাতে খাবারের সময় বারনাডেট না আসায় বন্ধুরা খোঁজ নিতে গিয়ে তাকে গাড়ির ভেতর মৃত অবস্থায় পায়।পোস্টমর্টেমে নিশ্চিত করা হয়েছে, তার মৃত্যু হয়েছে শ্বাসরোধে। পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছে। বারনাডেট মূলত কঙ্গোতে জন্মগ্রহণকারী বেলজিয়ান নাগরিক, যিনি প্রায় ১০ বছর আগে অবসর গ্রহণের পর এ শান্ত এলাকায়...