ব্রাহ্মণবাড়িয়ার কাইজলা বিলে শুক্রবার বিকেলে টর্নেডো দেখা দেয়। সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং এলাকায় এ ঘটনা প্রত্যক্ষ করা যায়। স্থানীয়রা জানান, ভূমি থেকে আকাশের দিকে ঊর্ধ্বমুখী টর্নেডোর তীব্রতা দেখে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে ঘটনার কোনো ক্ষয়ক্ষতি বা মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এর কিছুক্ষণ পরই কাইজলা বিলে একটি ছোট আকারের টর্নেডো দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্তের ভিডিও ধারণ করেন। বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা...