হৃদরোগ নিয়ে চিন্তা এখন সবারই। অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ, আর খাবারে অতিরিক্ত তেল-চর্বি—সব মিলিয়ে হার্ট অ্যাটাক যেন আজকাল সাধারণ এক আশঙ্কা। কিন্তু জানেন কি, আপনার রক্তের গ্রুপই হতে পারে হৃদয়ের প্রাকৃতিক রক্ষাকবচ? সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ‘ও’ (O) গ্রুপের রক্তধারীদের হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি তুলনামূলকভাবে সবচেয়ে কম। ২০১২ সালে Arteriosclerosis, Thrombosis and Vascular Biology জার্নালে প্রকাশিত এক দীর্ঘমেয়াদি গবেষণায় বলা হয়েছে, এ, বি ও এবি রক্তের গ্রুপধারীরা করোনারি হৃদরোগে বেশি আক্রান্ত হন। অন্যদিকে, ‘ও’ গ্রুপের রক্ত যেন এক ধরনের প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে, যা হৃদরোগের ঝুঁকি কিছুটা হলেও কমিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, নন-ও রক্তের গ্রুপধারীদের শরীরে ক্লটিং ফ্যাক্টর ও প্রদাহজনিত উপাদান তুলনামূলক বেশি থাকে। সময়ের সঙ্গে এই উপাদানগুলো রক্তনালিতে জমে ব্লক তৈরি করে, যা হার্ট অ্যাটাক বা হার্ট...