২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলে সান মারিনোর বিপক্ষে গোলবন্যা বইয়ে দিল অস্ট্রিয়া। ভিয়েনায় অনুষ্ঠিত গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে অস্ট্রিয়া গুনে গুনে ১০ গোল দিয়েছে বিশ্বের দুর্বলতম ফুটবল দল সান মারিনোকে। অস্ট্রিয়ার ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। অস্ট্রিয়ার এই জয়ের বিশেষত্ব হলো শুরুর একাদশে থাকা প্রত্যেক আউটফিল্ড খেলোয়াড় (গোলকিপার বাদে বাকিরা) হয় গোল করেছেন বা অ্যাসিস্টে অবদান রেখেছেন! আধুনিক ফুটবলে যা নজিরবিহীন ঘটনা। ফিফা র্যাংকংয়ে নজর দিলে দেখা যাবে সবার শেষে (২১০) আছে সান মারিনো। আর অস্ট্রিয়ার অবস্থান ২২ নম্বরে। মাঠেও দেখা গেল দুই দলের পার্থক্যটা। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে স্বাগতিকরা। রোমানো শমিড ম্যাচের ৭ মিনিটে গোল করে উৎসবের সূচনা করেন। এরপর একে একে স্কোরশিটে নাম তোলেন মার্কো আর্নাউটোভিচ (৮), মিখায়েল গ্রেগোরিচ (২৪), স্টেফান পোশ (৩০, ৪২) ও...