সূর্যে যে বৃষ্টি হয়, তা আসলে প্লাজমা বৃষ্টি। বহুবার এই মহাজাগতিক ঘটনার প্রত্যক্ষ করেছেন বিজ্ঞানীরা। ঘটনার নেপথ্য কারণ খুঁজতে গিয়ে নানা যুক্তিও সাজিয়েছিলেন তারা। সেসব পুরনো ধারণা ভেঙে দিয়ে এবার নতুন তথ্য হাজির করেছেন, আমেরিকার ‘ইউনিভার্সিটি অব হাওয়াই ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির দুই বিজ্ঞানী জেফ্রি রিপ এবং তার ছাত্র লুক বেনাভিৎজ। কঠিন, তরল এবং বায়বীয় এর বাইরে চতুর্থ অবস্থা রয়েছে পদার্থের। যাকে প্লাজমা বলে। মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস প্রবল উত্তাপে আয়নিত হয়ে প্লাজমা তৈরি হয়, যা দিয়ে সূর্যের বাইরের এবং ভেতরের অংশ গঠিত। সূর্যের বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তরকে বলে ‘করোনা’। এই স্তরেই কখনো কখনো ঠা-া এবং ঘন প্লাজমার দলা পাকায়। পরে সেই প্লাজমার দলা দ্রুত তাপ বিকিরণ করে ভারী হয়ে সূর্যের পিঠে নেমে আসে, যা দেখতে অনেকটা বৃষ্টির বড় বড়...