১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম সউদী আরবের রাজকীয় অনুমোদনের মাধ্যমে আমেরিকান ব্যবসায়ী, উবারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও ট্র্যাভিস কালানিককে সউদী নাগরিকত্ব দেয়া হয়েছে। এটি সউদী আরবের বৈশ্বিক প্রতিভা ও বিশেষজ্ঞদের আকৃষ্ট করার উদ্যোগের অংশ।কালানিকের নাগরিকত্ব পাওয়ার সঙ্গে আরো বিজ্ঞানী, উদ্ভাবক, বিশেষজ্ঞ এবং উদ্যোক্তারাও যুক্ত হয়েছেন। এ উদ্যোগ সউদী ভিশন ২০৩০-এর সাথে সামঞ্জস্যপূর্ণ, যা উদ্ভাবন, বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। প্রযুক্তি খাতে বিশিষ্ট এই উদ্যোক্তার ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। উবারকে সহ-প্রতিষ্ঠা করার পর এটি ২০১৭ সালের মধ্যে ১৫০ বিলিয়ন ডলারের বাজার মূল্য অর্জন করেছিল।বর্তমানে কালানিক ক্লাউডকিচেনস-এর সিইও, যা ডেলিভারি-ভিত্তিক কমার্শিয়াল কিচেন খাতে বিশ্বব্যাপী ৪০০-এর বেশি অবস্থানে পরিচালনা করছে। মধ্যপ্রাচ্যে কোম্পানির ব্র্যান্ড কিচেনপার্ক নামে সউদী আরব, কুয়েত ও ইউএই-তে শাখা...