১১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:১৪ এএম ইসরাইলের ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি কারাগারে বন্দি ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতিকে হুমকি দিতে দেখা যায়। ঘটনাটি আবারও আলোচনায় এনেছে ২৩ বছর ধরে আটক এই ফিলিস্তিনি নেতাকে, যিনি পশ্চিম তীরের ফাতাহ আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন। ৬৬ বছর বয়সী বারঘুতি ২০০২ সালে গ্রেফতার হন এবং একাধিক যাবজ্জীবন সাজা পান। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এটি অবৈধ আদালতের রায়। কারাগারে থেকেও তিনি বিভিন্ন অনশন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং ‘প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ডকুমেন্ট’ তৈরি করেন, যেখানে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের আহ্বান জানানো হয়।বিশ্লেষকদের মতে, বারঘুতি হচ্ছেন একমাত্র নেতা যিনি হামাস ও ফাতাহর বিভেদ দূর করে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ করতে পারেন। জনমত জরিপে...