১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম ঐতিহাসিক ২০২৪ জুলাই সনদের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ চলবে। ২৪-এর জুলাই সনদই আগামী দিনের বাঁচা-মরার প্রশ্ন জড়িত। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমেই ত্রয়োদশ নির্বাচন দিতে হবে। এর কোনো বিকল্প নেই। ক্ষমতার লোভে যারা পূজাম-পে গিয়ে রামকৃষ্ণের জয়-গান গেয়েছেন আগামী নির্বাচনে দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। ২৪-এর ঐতিহাসিক জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবিতে গতকাল বাদ জুমা বিভিন্ন ইসলামী দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এ দাবি আদায়ে আগামী ১২ অক্টোবর প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। খেলাফত মজলিস : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, মরহুম শেখ মুজিবুর রহমান ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা স্থান দিয়ে...