১১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম প্রায় দুই শতাধিক শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে তিনটি ইভেন্টে শুরু হয়েছে জাতীয় যুব প্যারা গেমস। আসরে ১২ থেকে ২০ বছর বয়সী ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন তিনটি ডিসিপ্লিনে। এগুলো হলো- সাঁতার, দৌড় ও তায়কোয়ান্দো। গতকাল পড়ন্ত বিকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সানোয়ার হোসেন ও জাভেদ ওমর বেলিম এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম বলেন, ‘শারীরিক এই প্রতিবন্ধী খেলোয়াড়রাই বিদেশ থেকে পদক এনে দিতে পারবে। তবে সে...