১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালুর কোনো পরিবেশ নেই। এক শ্রেণির লোক নির্বাচনকে প্রলম্বিত করতে এ পদ্ধতির দাবি তুলছেন। গতকাল শুক্রবার রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির সদ্য প্রয়াত সদস্যসচিব আনিছুর রহমানের শোকসভা ও দোয়া মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। যাঁরা জনগণের কথা বলে পিআর পদ্ধতির দাবিতে মাঠে নেমেছেন, তাঁদের নির্বাচিত হয়ে সংসদে গিয়ে পিআর বাস্তবায়ন করার আহ্বান জানান জাহিদ হোসেন। তিনি বলেন, পিআর নয়, দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে।শোকসভায় বিএনপির যুগ্ম...