১১ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম প্রশ্ন : যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে তুমি আমাকে তালাক দেও, না দিলে আমি আত্মহত্যা করব, এমতাবস্থায় তালাক দেওয়ার নিয়ত না থাকার পরেও স্ত্রীর জীবন বাঁচানোর জন্য স্বামী যদি তালাক দেয়, তাহলে কি তালাক কার্যকর হবে? উত্তর : শরীয়তসম্মত কারণ ছাড়া যদি কোনো স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার কথা বলে বা চাপ দেয়, তাহলে সে স্ত্রীর ওপর লা‘নতের কথা হাদীস শরীফে বলা হয়েছে। তাকে জাহান্নামী হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। এরপর আসে আত্মহত্যার হুমকি দেওয়া। এটি আরও বড় অপরাধ। এ অবস্থা কি বাস্তব না সাময়িক ঝগড়া বা ক্ষোভ বশত তা আপনাকে বুঝতে হবে। উভয়পক্ষের মান্য ব্যক্তিদের নিয়ে বসে ঠা-া মাথায় স্ত্রীর মনোভাব জানতে হবে। যদি এ উদ্যোগ না...