১১ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও গবেষণাভিত্তিক প্রারম্ভিক শিক্ষা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট একটি জাতীয় শিক্ষা গবেষণা টিম গঠনের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি অর্গানাইজেশন ফর ডিজেবলড ইমপ্রুভমেন্ট অ্যান্ড রাইটস-এর সহপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। তাদের মূল লক্ষ্যসমূহ হলো- প্রারম্ভিক শিক্ষা পদ্ধতি, সিলেবাস ও কারিকুলামকে সময়োপযোগী ও বাস্তবমুখী করা। গবেষণাভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমকে সম্প্রসারিত করা। অন্তর্ভুক্তি, নৈতিক শিক্ষা ও শিক্ষণ উদ্ভাবনে জোর দেওয়া। আর্থিক অসুবিধায় থাকা শিক্ষকবৃন্দকে গবেষণায় সম্পৃক্ত হওয়ার সুযোগ প্রদান। এ বিষয়ে জাতীয় সেমিনার ও ওয়ার্কশপ আজ শনিবার, সকাল ৯টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। যায়যায়দিন মিডিয়াপ্লেক্স, ঢাকার তেজগাঁওয়ে অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা থাকবেন শিশু শিক্ষা বিষয়ক গবেষক, প্রাবন্ধিক, সাহিত্যিক, কবি, শিশু শ্রেণীর পাঠ্যপুস্তক...