১১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম দীর্ঘদিন পর স্বরুপে ফিরলো ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া ব্রাজিল গোলবন্যায় ভাসালো এশিয়ার ফুটবল শক্তি দক্ষিণ কোরিয়াকে। দাপুটে ফুটবল খেলে, গোল উৎসব করে, বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতিপর্ব শুরু করল সেলেসাওরা। গতকাল সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে বিধস্ত করেছে ব্রাজিল। দুটি করে গোল করেছেন এস্তেভাও ও রদ্রিগো। একবার জালের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সবশেষ কাতার বিশ্বকাপে দেখা হয়েছিল ব্রাজিলের। সেই ম্যাচেও অসাধারণ পারফরমেন্সে ৪-১ গোলে জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও পরের ম্যাচেই হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিল দলটি। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমনাতœক ব্রাজিল। প্রথম...