নিয়মনীতির তোয়াক্কা না করেই কেমিক্যাল ব্যবহার, সংরক্ষণ, বিপণন ও সরবরাহ করছেন ব্যবসায়ীরা। স্টাফরাও জানেন না কেমিক্যাল সংরক্ষণের পদ্ধতি কিংবা এর ক্ষতিকর দিক। একই গোডাউনে রাখা হয় হরেক রকমের কেমিক্যাল। সম্প্রতি টঙ্গির ফেমাস কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডের পর সেখান থেকে ১৩ ধরনের কেমিক্যাল জব্দ করেছে গঠিত তদন্ত কমিটি। এভাবে আনাছে-কানাছে কেমিক্যাল গোডাউন গড়ে ওঠায় প্রতিনিয়ত অগ্নিদুর্ঘটনা ঘটছে। আর এমন ঘটনায় অগ্নিনির্বাপণে যাওয়া ফায়ার সার্ভিস সদস্যদের কেমিক্যাল থাকার সঠিক তথ্য জানান না ব্যবসায়ীরা। ফলে, অগ্নিনির্বাপণ মুহূর্তে ঘটছে ভয়াবহ বিস্ফোরণ। বাড়ছে ফায়ার ফাইটারদের প্রাণহানি। এভাবে গত দশ বছরে ২৬ জন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৮৬ জন। তবে ঝুঁঁকিপূর্ণ আগুন বিশেষ করে কেমিক্যালের আগুন নেভাতে প্রয়োজনীয় যে সকল প্রযুক্তিগত সরঞ্জামের দরকার, তা সব ফায়ার স্টেশনে নেই।কেমিক্যাল মিটারিং নীতিমালা অনুযায়ী, একটি গোডাউনে শুধু এক...