বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট মহানগরের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন- সিলেটের প্রতি কেন্দ্রীয়ভাবে যে বৈষম্য চলছে, তা আর সহ্য করা যায় না। আওয়ামী লীগের টানা ১৫-১৭ বছরের শাসনামল পার হয়ে গেলেও সিলেটের প্রতি ন্যায্য উন্নয়ন বরাদ্দ হয়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকারও সেই একই পথে হাঁটছে। এই অবিচারের বিরুদ্ধে আমাদের এখন ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তার রাজনৈতিক কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের সংস্কার কাজ বছরের পর বছর ধরে চলছে, কিন্তু অগ্রগতি নেই। প্রতিদিনই যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে মানুষ। রেলপথের অবস্থাও করুণ। ট্রেনের সময়সূচি অনিয়মিত, কোচগুলো জরাজীর্ণ। অথচ এই সমস্যা সমাধানে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। তিনি আরও বলেন, সড়কপথে যাত্রীদের কষ্ট সীমাহীন। রাস্তায় মানুষের...