বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বারবার জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে, সরকার নির্বাচনের জন্য আন্তরিক এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫ টার দিকে চরফ্যাশন বেতুয়া লঞ্চ ঘাটে হাজার হাজার মানুষের সংবর্ধনা গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নুরুল ইসলাম নয়ন বলেন, "আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যেই মাঠে নেমে ভোটারদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছে। আমাদের দেশের কিছু উচ্চবিলাসী রাজনৈতিক দল দ্রুত নির্বাচন হলে ফলাফল বিএনপির পক্ষে চলে আসবে বলে নির্বাচনের বিলম্বের অপচেষ্টা করছে। তারা বিএনপির বিপক্ষে যত অপপ্রচার করতে পারে তা করছে এবং নির্বাচনকে যতটা সম্ভব বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা রাজনীতিকে রাজনীতির মাধ্যমে মোকাবিলা করব এবং সরকারকে বলব যেন...