গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার রাতে একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের আশ্বাসে ধর্ষণের কারণে এক তরুণীর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। ওই ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। ধর্ষণে মারা যাওয়া ওই তরুণীর বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নয়াপাড়া এলাকায়। তিনি আশুলিয়া এলাকায় ময়নাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর বাঘমারা উপজেলার উত্তর সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) ও পাবনার চাটমোহর উপজেলার নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রেমের সম্পর্কে ওই তরুণীকে উপজেলার চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় তরুণীর অতিরিক্ত...