২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। সেই আসরে সরাসরি জায়গা পেতে হলে আগামী ৩১ মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে।কিন্তু বর্তমানে ১০ নম্বরে অবস্থান টাইগারদের। তাই আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুটি সিরিজ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তান সিরিজে প্রথম ম্যাচে হারের পর সেই লক্ষ্য কিছুটা কঠিন হয়ে গেছে। কারণ, সিরিজটা ৩-০ ব্যবধানে জিততে পারলেই কেবল পাঁচ পয়েন্ট যোগ হতো বাংলাদেশের নামে। এখন বাকি ম্যাচগুলো জিতে সরাসরি বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখতে চায় দল। এ প্রসঙ্গে পেসার তানজিম হাসান সাকিব বলেন, 'আমাদের মনে হয়, বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ালিফায়ার খেলা মানায় না। আমাদের জায়গা হওয়া উচিত আরও উপরে। যা হয়ে গেছে, সেটা নিয়ে ভাবছি না। এখন লক্ষ্য- আগামী ম্যাচগুলো জেতা।...