বিনোদন ও শরীরচর্চা মানবজীবনের একান্ত প্রয়োজনীয় বিষয়। সুস্থ দেহ ও প্রশান্ত মন সফল জীবনের ভিত্তি। তাই হালাল বিনোদন ও খেলাধুলাকে নিষিদ্ধ করেনি ইসলাম। শরীর ও মনে প্রশান্তি আনতে, শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে এবং জীবনের ভারসাম্য রক্ষায় ইসলাম খেলাধুলাকে স্বীকৃতি দিয়েছে। তবে তা হতে হবে নির্দিষ্ট শর্ত ও সীমারেখার ভেতর। কারণ মুমিন জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। ক্ষণিক আনন্দের আড়ালে যেন আখেরাতের পুঁজি নষ্ট না হয়, সেই দিকে লক্ষ রাখা অবশ্য কর্তব্য। এ বিষয়ে বিস্তারিত বিবরণী উল্লেখ করা হলো। ইসলামে পছন্দনীয় খেলা : ইসলাম শুধুমাত্র চিত্তবিনোদনের জন্য নয়, বরং উপকার ও শরীরচর্চার উদ্দেশে কিছু খেলাকে পছন্দ করেছে। যেমন তীরন্দাজি, অশ্বারোহণ, সাঁতার শেখা বা শেখানো, স্ত্রীর সঙ্গে হালকা খেলাধুলা ও দৌড় প্রতিযোগিতা করা। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক এমন জিনিস, যাতে মহান...