পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদ্রাসা সুপারের অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। গতকাল শুক্রবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজির হোসেন পরীক্ষা স্থগিতের এ নির্দেশ দেন। সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল সকাল ১০টায় নদমুলা দাখিল মাদ্রাসায় ইবতেদায়ি প্রধান পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আটজন প্রার্থী আবেদন করেন এবং বাছাই কমিটি সব আবেদনকারীকে বৈধ ঘোষণা করে। অভিযোগ রয়েছে, মাদ্রাসার সুপার ওয়ালিউর রহমান প্রথমে একজন প্রার্থীর কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগের আশ্বাস দেন। পরে অন্য এক প্রার্থীর কাছ থেকে ৭ লাখ টাকা ঘুষ গ্রহণের পর আগের প্রার্থীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেন। ওই প্রার্থীসহ তিনজন বৈধ প্রার্থীকে সাক্ষাৎকারপত্র ইস্যু না করে তাদের বাদ দেন। অন্যদিকে সুপারের দলীয় ঘনিষ্ঠ পাঁচজন প্রার্থীর নামে...