শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরের কুমারপাড়াস্থ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার।এ পরিস্থিতির প্রতিবাদে আগামী রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটের কোর্ট পয়েন্টে এক ঘণ্টার প্রতীকী অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি। আরিফুল হক বলেন, আওয়ামী লীগের টানা ১৫-১৭ বছরের শাসনামলেও সিলেট ন্যায্য উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত। বর্তমান অন্তর্বর্তী সরকারও সেই বৈষম্যের পথেই হাঁটছে। সিলেটবাসীর মৌলিক অধিকার—নিরাপদ, সহজ ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা—আজ মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের সংস্কারকাজ বছরের পর বছর ধরে চললেও এর অগ্রগতি নেই। প্রতিদিন যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছেন মানুষ। রেলপথের অবস্থাও করুণ—সময়সূচি অনিয়মিত, কোচ জরাজীর্ণ। ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে, দুর্ঘটনা বেড়েছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কারণে পণ্য পরিবহন ব্যয় বাড়ায়...