আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি শিশুদের জ¦র হচ্ছে। এর মধ্যে ঠান্ডা জ্বর, টাইফয়েড জ¦র, প্রস্রাবে সংক্রমণজনিত জ¦র, রক্ত আমাশয় উল্লেখযোগ্য। টাইফয়েড জ্বর পানিবাহিত রোগ সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। সংক্রমিত হওয়ার ১০-১৪ দিন পর জ্বরসহ এ রোগের অন্য লক্ষণগুলো দেখা দেবে। পানিবাহিত সালমোনেলা জীবাণু দূষিত পানি ছাড়াও দুধ অথবা দুগ্ধজাত সামগ্রী ব্যবহারের মাধ্যমে মানবদেহে সংক্রমিত হতে পারে। আর টাইফয়েড জ্বর যেকোনো বয়সেই হতে পারে, তবে পাঁচ বছরের নিচের শিশুদের তীব্রভাবে এ রোগে আক্রান্ত হতে দেখা যায়। প্রধানত জ্বর, যা ক্রমান্বয়ে সিঁড়ির ধাপের মতো বাড়তে থাকে, পাশাপাশি বমি, পাতলা পায়খানাসহ মাথাব্যথা হয়। এ ছাড়াও পেটে ব্যথা, পেট ফুলে যাওয়াসহ জিহ্বার ওপর সাদা প্রলেপ পড়তে দেখা যায়। সাতদিন জ¦র থাকার পর বুক-পেট এবং পিঠে লালচে দানার মতো র্যাশ দেখতে পাওয়া যায়। এ দানাগুলোর...