ভুয়া পে-অর্ডারের মাধ্যমে কেরানীগঞ্জের এক তরুণ ব্যবসায়ীর ২৪ লাখ টাকার সয়াবিন তেল হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আজিজুর রহমান নাহিদ মামলা করলে গত বুধবার রাতে প্রতারক চক্রের অন্যতম হোতা সানি দেওয়ান (২৮)-কে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। জেড করপোরেশনের মালিক আজিজুর রহমান নাহিদ গতকাল শুক্রবার গণমাধ্যমে জানান, ‘আরিশা সয়াবিন তেল’ নামের ব্র্যান্ডের মাধ্যমে তারা বোতলজাত সয়াবিন তেল সারা দেশে পাইকারি বিক্রি করেন। তিনি বলেন, আসামি সানি দেওয়ান রাজধানীর ভাটারা থানাধীন নূরের চালা এলাকায় ‘বিসমিল্লাহ ট্রেডার্স’ নামের কথিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পণ্য সরবরাহের ব্যবসা করেন। আলাপ-আলোচনার একপর্যায়ে গত ১১ আগস্ট ৫ লিটারের ১৫০ কার্টন, ৩ লিটারের ২০০ কার্টন, ২ লিটারের ২০০ কার্টন, ১ লিটারের ১৪৩ কার্টন এবং ৫০০ মিলিলিটারের ১৪১ কার্টনসহ মোট ৮৩৪ কার্টন বোতলজাত সয়াবিন...