এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১০ অক্টোবর) এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।অধ্যাপক ইউনূস বলেন, ‘ভেনিজুয়েলার গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সাহসী লড়াইয়ের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিতে মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানাই।’ তিনি বলেন, ‘মারিয়া কোরিনা মাচাদো নির্যাতন ও নিপীড়নের মুখেও অবিচল থেকেছেন, কখনোই দেশের মানুষের ন্যায় ও স্বাধীনতার ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকার থেকে বিচ্যুত হননি।’ নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘গণতন্ত্র নির্ভর করে সেইসব মানুষের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করেন, ভয়াবহ ঝুঁকি...