এই বছরের নোবেল শান্তি পুরস্কার ছিল এক দীর্ঘতম প্রতীক্ষার—যিনি পেয়েছেন তার জন্য নয়, বরং যিনি পাওয়ার আকাঙ্ক্ষায় আকুল ছিলেন, তার জন্য। আকাঙ্ক্ষা ব্যক্ত করেই ক্ষ্যান্ত দেননি; পুরস্কার জেতার জন্য উঠেপড়ে লেগেছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেই কারণেই পুরস্কারটি নিয়ে কৌতূহল ছিল সারাবিশ্বেরও। অবশেষে এই প্রতীক্ষা ও কৌতূহলের অবসান হল—নোবেল কমিটি ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করল ১০ অক্টোবর। যখন নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জর্গেন ভাটনে ফ্রিডনেস অসলোতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবেন বলে মাইক্রোফোনের দিকে পা রাখলেন, ততক্ষণে পুরস্কার বিশেষজ্ঞরা জানতেন, ট্রাম্পের নাম ঘোষিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। শান্তিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের ‘গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে’ ভূমিকার জন্য এই পুরস্কার পাচ্ছেন...