১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দিতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এ সিদ্ধান্তে জাতীয় লীগকে নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির অভিযোগ জাতীয় লীগের কেন্দ্রীয় কার্যালয়, গঠনতন্ত্র নেই এবং দীর্ঘদিন থেকে কোনো কার্যক্রমও নেই। রাজধানীর আঁগারগাওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে গত বৃহস্পতিবার এমন আপত্তি জানায় এনসিপি। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সিইসির সঙ্গে বৈঠকের পর বলেন, এ জাতীয় লীগের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আতাউর রহমান খান, তিনি একসময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন। বাংলাদেশেরও তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং একপর্যায়ে বাকশালে যোগদান করেছিলেন তার দল বিলুপ্ত করে। পরে আবার দল বিলুপ্ত করে এরশাদ...