১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে সাত গোলের থ্রিলার হেরে এখন হতাশায় ভুগছেন বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমী। গত পরশু রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশকে ৪-৩ ব্যবধানে হারিয়ে উল্লাসে মেতে দেশে ফিরেছেন হংকংয়ের ফুটবলাররা। শ্বাসরুদ্ধকর এই ম্যাচের স্কোর লাইন যখন ৩-১ তখন বাংলাদেশের ফুটবলাররা অসাধারণ খেলা উপহার দিয়ে টানা দুই গোল করে ৩-৩ ব্যবধানে সমতা আনেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত প্রায় ২৫ হাজার দর্শক যখন জয় সমতুল্য ড্রয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরতে প্রস্তুতি নেন, ঠিক সেই সময় ম্যাচ শেষের ৩০ সেকেন্ড আগে চতুর্থ গোল করে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে যায় হংকং চায়না। এমন হারে ফুটবলপ্রেমীদের মতই চরম হতাশ দেশের সাবেক ফুটবলার...