১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম দীর্ঘ দুই বছর নৃশংস গণহত্যা চালানোর পর অবশেষে গাজা উপত্যকার কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তিন ধাপে গাজা ভূখ- থেকে সেনা প্রত্যাহার করা হবে। তবে সেনা প্রত্যাহার শুরু হলেও গাজার ৫০ শতাংশের বেশি এলাকা এখনো ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে।গতকাল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উত্তর গাজার দিকে হাজার হাজার ফিলিস্তিনি রওনা দেন ক্ষতিগ্রস্ত বাড়ি দেখতে। তারা আগাম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। গাজার প্রায় ২২ লাখ মানুষের মধ্যে প্রায় সবাই ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের বিধ্বংসী হামলার কারণে স্থানচ্যুত হয়েছে। হামাসের সীমান্ত পেরিয়ে ইসরাইলের বসতি ও সামরিক স্থাপনায় হামলার পর ইসরাইলি আক্রমণ শুরু হয়, যা গাজাকে ব্যাপক...