১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবার সকাল থেকে থেমে থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন বিসিএস পরীক্ষার্থী, পথচারী ও কর্মজীবী মানুষরা। ৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থী ও তাদের স্বজনদের ভিজে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে। বৃষ্টিতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয় পানিবদ্ধতা। এতে সকাল থেকেই দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী, সাধারণ পথচারী ও রিকশাচালকেরা। রাজধানীর পুরান ঢাকা, আজিমপুর, নিউ মার্কেট, ধানমন্ডি, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুর রোড, মিরপুর ১ থেকে ২ নম্বর পর্যন্ত, মিরপুর, কাজীপাড়া, কালশী এবং মতিঝিল এলাকার বহু সড়কে পানি জমে গেছে। কোথাও কোথাও রাস্তার ওপর জমে থাকা পানি ঘণ্টার পর ঘণ্টা নেমে যেতে পারেনি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটির...