১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম ‘আওয়ামী লীগকে কি গুম করার অধিকার ফিরিয়ে দিতে হবে?’এমন প্রশ্ন তুলেছেন সাংস্কৃতিক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই প্রশ্নের পাশাপাশি আওয়ামী লীগের অতীত কর্মকা- নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।ফারুকী লেখেন, গুম কমিশনের প্রত্যেক সদস্েযর কাছে এই জাতি ঋণী থাকবে। অসাধারণ ডিটারমিনেশন আর সিনসিয়ারিটি নিয়ে তারা হাসিনারে জিমের গুম চক্রের ভেতরের ইতিহাস তুলে এনেছেন। এটা দেখে কি মনে হয় বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক এন্টারপ্রাইজ হিসেবে অপারেট করছিল? তিনি আরো লিখেছেন, দুয়েকজনকে বলতে শুনি আওয়ামী লীগকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। তারা যদি একটু খুলে বলতেন কোন অধিকার! গুম করার? খুন করার? লুট করার? ভোট ডাকাতির? লাইলাতুল ইলেকশনের?...