১১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম পাকিস্তানের জনপ্রিয় সিরিজ ‘মিম সে মোহাবতে’ তালহা আহমেদ চরিত্রে অভিনয় করা অভিনেতা আহাদ রাজা মীর ঢাকা আসছেন। এছাড়া তিনি ‘ইয়াকিন কা সফর’, রেসিডেন্ট ইভিলসহ আরও কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ঢাকায় আসার বিষয়টি আহাদ রাজা মীর সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন। গত বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে আহাদ রাজা মীর লেখেন, হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে। সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা জুড়ে দেন তিনি। তবে, কবে ঢাকায় আসছেন, কেন আসছেন কিংবা কারা নিয়ে আসছেন, তা এখনো খোলাসা করেননি অভিনেতা। এদিকে আগামী মাসে ঢাকায় গান শোনাতে আসছেন পাকিস্তানের জুনুন ব্যান্ডের সংগীতশিল্পী আলী আজমত। আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে গাইবেন তিনি। এ নিয়ে...