১১ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারী ও শিশুসহ পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় উদ্ধার করা হয়েছে ১৫ বোতল ভারতীয় মদ। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে সামন্তা বিওপির টহল দল সামন্তা চারাতলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আবুল কালাম আজাদ। একই দিন বিকেলে কুসুমপুর বিওপির টহল দল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় এক নারী ও দুই শিশুকে আটক করে। পরে শুক্রবার ভোরে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহলের সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আরও এক নারী ও এক শিশুকে আটক করা হয়। আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নিতে মহেশপুর...