১১ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিলের চেষ্টাকালে জুনায়েদ সরদার (২১) ও মো. শয়ন (২০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় রাপা প্লাজা এলাকায় ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন। এ সময় মোহাম্মদপুর থানা পুলিশ তাদের আটক করে।আটক দুই যুবক রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা। তাদের মধ্যে জুনায়েদের বাবার নাম আফজাল সরদার ও শয়নের বাবার নাম সজুদ ভূঁইয়া। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, জুমার নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তখন ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে...